শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নিজেদের হামলাতেই আগুনে পুড়লো ইসরায়েলি ৫ সৈন্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:৪১ PM
গাজায় ইসরায়েলি পাঁচ সৈন্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এটিই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। খবর বিবিসি 

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এতেই তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে। 

গত সপ্তাহে হামাসের সৈন্যরা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরই ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। 

ইরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত শনিবার থেকে জাবালিয়াতে বিমান হামলা শুরু করলে সেখান থেকে ১০ হাজার মানুষ অন্যত্র পালিয়ে গেছে। সোমবার সেখানে ইসরায়েলি সেনারা আবারও প্রবেশ শুরু করে।দিকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ এলাকায় ২৩ লাখ ফিলিস্তিনিদের মধ্যে প্রায় অর্ধেক এখানে আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে হামলা থেকে প্রাণে বাঁচতে ৬ লাখ ফিলিস্তিনি অন্যত্র পালিয়ে গেছে এবং নতুন করে ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বুধবার ২০২তম ব্যাটালিয়নের প্যারাট্রোপার ব্রিগেডের ওই পাঁচ সৈন্য নিহত হওয়ার ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত