ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য,দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ মাসুদুর রহমান।
১৬ মে দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা বিজয়ীদেরকে পুস্পমাল্য দিয়ে অভিনন্দন ব্যাক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ফয়সাল আহমেদ দুলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনা প্রতিদ্বিন্ধতায় বিজয়ীরা হলেন দাতা সদস্য মোঃ আইয়ুব খান, আভিভাবক সদস্য হলেন অহিদুজ্জামান লস্কর, কামরুজ্জামান সজল, দুলাল চন্দ্র সুত্রধর, মোঃ মোশারফ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিপু দেব, শিক্ষক প্রতিনিধি হলেন জসিম উদ্দিন খান, শেখ মোঃ ইব্রাহিম, নাজনীন আক্তার।