মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্নহত্যা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৬:০৬ PM
দশমিনা উপজেলায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মেয়ে নিশাত(১৬) ।

১৮ মে শনিবার  দুপুর দের টায় উপজেলা বাঁশবাড়িয়া   ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মোঃ হেমায়েত উদ্দিন প্যাদার মেয়ে ২০২৪ ইং সনের এসএসসি পাশ করেন শিক্ষার্থী নিশাত(১৬) শনিবার দুপুর দের টায় নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

নিশাতের মা সকালে দেবরের নির্বাচনী ক্যাম্পিং করার জন্য বাসা থেকে বের হন। নিশাত বাসায় একাএাক থাকে তাই মায়ের কাছে মোবাইল চায়। মোবাইল না দিয়ে মেয়েকে বকাঝকা করে ক্যাম্পিংএ চলে যায় । ক্যাম্পিংএ থাকা অবস্থায় তার ছোট মেয়ে মোবাইল করে বলে ঘরের দরজা জানালা বন্ধ বাসায় আসো। তখোন নিশাতের মা নাজমা বেগম তার স্বামী হেমায়েত উদ্দিন কে ঘটনার বিষয় জানান। তখোন হেমায়েত বসায় এসে ঘরের দড়জা ভেঙে প্রবেশ করে দেখে নিশাত ঘরের ফ্যানের সাথে ঝুলে আছে । তিনি ডাকচিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে দশমিনা হাসপাতলে নিয়ে আসে। হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবিদা নাসরিন জিতু নিশাতকে মৃত্যু ঘোষণা করেন।

নিশাতের বাবা হেমায়েত উদ্দিন বলেন, আমার ছোট ভাই উপজেলা নির্বাচন করেন তার নির্বাচনী প্রচারনায় আমি, আমার স্ত্রী, আমার ছেলে যাই। ফোন পেয়ে এসে দেখি গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আছে মেয়ে নিশাত। আমার মেয়ের এ বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওর মানসিক জিনগত সমস্যা ছিলি। এ বিষয় নিয়ে ফকির দিয়ে চিকিৎসা করিয়েছি। ঠিকও হয়। কয়েকদিন পর্যন্ত  মাঝেমধ্যে বলতো আমাকে পিছন থেকে কে যেনো ডাক ।  

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার   বলেন ঘটনার বিষয় হাসপাতাল কতৃপক্ষের কাছে শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত