নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কৈশোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) দিনভর টিএমএসএস এর কৈশোর কর্মসূচির উদ্যোগে ও পল্লী-কর্ম ফাউন্ডেশন (পিকেএসএস) এর সহায়তায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও আজীবন সদস্য আয়শা বেগম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমূখ। এ মেলায় শিক্ষার্থী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শেষে কিশোর-কিশোরী এবং অতিথিদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।