ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী ও অপর সিপাহীর স্ত্রীকে ফেন্সিডিল ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১৯ মে রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় একটি বাসা থেকে একই অভিযানের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেন্সিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দু'জনের মধ্যে রয়েছে পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর সিপাহী দুই সিপাহী ও একজনের স্ত্রীকে আসামী করা হয়েছে।
এদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহী মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেন্সিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।