সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
লালমনিরহাটে ৮ দিন ধরে নিখোঁজ শিশু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৫৮ PM
লালমনিরহাট বিএনপি কলোনির জরিপ আলীর ছেলে শিশু আলাউদ্দিন সরকার আপন(১৩) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।নিখোঁজ আলাউদ্দিন সরকার আপনের পিতা জরিপ আলী লালমনিরহাট সদর থানায় একটি একটি হাড়ানো জিডি করেছে।

গত ১৬ মে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার থেকে দুপুর ২ টার দিকে বের হয়ে আজ অবধি ফিরে আসে নাই।

জানা যায়, শিশু আলাউদ্দিন সরকার আপন হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিকে থেকে নাজেরা বিভাগে পড়াশুনা করত।১৬ মে কাউকে কিছু না বলে দুপুর দুইটার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে যায়।পরে শিশুটিকে না পেয়ে মাদ্রাসা সুপার ওসমান গনি শিশু আলাউদ্দিন সরকার আপনের পিতা জরিপ আলীকে সাথে নিয়ে লালমনিরহাট সদর থানায় জিড করেছে।

জরিপ আলী বলেন,আজ আট দিন ধরে ছেলেকে না পেয়ে আমি ও আমার স্ত্রী পাগল হয়ে গেছি।আপনারা কিছু একটা করেন।আমার বুকের ধন ফেরত দেন।

মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি বলেন,আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি।আল্লাহ ইচ্ছা করলে পেয়ে যাবো।

লালমনিরহাট সদর ওসি ওমর ফারুক বলেন,জিডি করা হয়েছে।সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।এসআই শাহরুলকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত