সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চলনবিল প্রেসক্লাবের ভবন নির্মাণের ফলক উন্মোচন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬:১১ PM
গুরুদাসপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠণ চলনবিল প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের ফলক উন্মোচন করেছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব জায়গার ওপর ওই ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার।

এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে আলোচনা সভা হয়। 

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. আলম হোসেন বক্তব্য রাখেন। প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে মোনাজাত ও মিষ্টান্ন বিতরণ করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত