পরীমণি নিজের জীবন থেকে শরীফুল রাজের নাম মুছে দিয়েছেন প্রায় এক বছরের কাছাকাছি। এরমধ্যে প্রাক্তনকে নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে কথা বলেছেন নায়িকা। বরাবরই ধুয়েছেন। তবে ব্যতিক্রম রাজ।
প্রাক্তন স্ত্রীকে নিয়ে সম্মান দিয়েই কথা বললেন তিনি। সেইসঙ্গে আনলেন সন্তানের কথাও। গভীর রাতেও পরীকে মিস করে রাজ। বিচ্ছেদ হলেও কেউ কাউকে ভুলতে পারছে না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এসেছিলেন রাজ। সেখানে সন্তান ও প্রাক্তন স্ত্রী নিয়ে প্রকাশ করেছেন নিজের অনুভূতি। রাজ বলেন, ‘অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে, তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। আমার কাছে মনে হয়, ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে।
আমি চাইব ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক।’এ সময় ছেলেকে নিয়ে বলেন, ‘যেহেতু আমি নিজেও ব্যস্ত। ওর সঙ্গে দেখা করার, সময় কাটানোর সুযোগ হয় না, ও এখনো অনেক ছোট। তবে সে আমাকে অনুপ্রেরণা জোগায়। আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে। রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সবাই আমার ছেলের জন্যে দোয়া করবেন।’
মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’। এতে তার সঙ্গে দেখা যাবে স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়কে।