কলকাতার নিউটাউনে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় তাকে ‘ফাঁসানো হয়েছে’ বলে দাবি করেছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকরী হিসেবে অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে একটি সংবাদমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন। শাহীন দাবি করেন, হত্যার সময়ে তিনি বাংলাদেশে ছিলেন। হত্যায় পাঁচ কোটি টাকার চুক্তির কথাও অস্বীকার করেন তিনি।
আক্তারুজ্জামান শাহীন বলেন, এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমার আইনজীবী বলেছেন, এ বিষয়ে কারো সঙ্গে কথা না বলতে। মানুষ দেশে অনেক কথাই বলেন। যদি কোনো প্রমাণ থাকে, তাহলে দেখাক। আমি যদি ফ্ল্যাট ভাড়া নিই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করব? আমার পাসপোর্টের রেকর্ড দেখলে দেখা যাবে, আমি ঘটনাস্থলে ছিলাম না।
শাহীন বলেন, এখন বলা হচ্ছে, আমি ৫ কোটি টাকা দিয়েছি। কীভাবে আমি ৫ কোটি টাকা দিয়েছি! কোথা থেকে পেলাম আমি এত টাকা! এখন এগুলো মানুষ বললে আমার কী করার আছে! ঘটনা কবে ঘটেছে, সেগুলো আমি পত্রিকায় দেখেছি। সে সময় আমি বাংলাদেশে ছিলাম।
আক্তারুজ্জামান শাহীন বলেন, এছাড়া আমার ড্রাইভার তো কিছু করেনি। আমার গাড়ি, আমার সব কিছু নিয়ে চলে গেছে। এটা কোন ধরনের বিচার! আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমাকে ধরুক। আমি তো এই দেশে বিচার পাবো না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখানে চলে এসেছি, কী করবো!
উল্লেখ্য, গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিনদিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।
মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরে ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।