রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পূর্বধলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:৪২ PM
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের সভাপতিত্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ মো. রফিকুল ইসলাম সবুজের উপস্থাপনা বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রাশেদুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ুব আলী, এলএসডি মোহাম্মদ আবদাল হোসেন ও আরিফুর রহমান প্রমুখ। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কৃষক, ধান-চাল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১৯৯ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ হাজার ১৮৬ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ১২৪৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত