শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সোনাগাজীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৫:৫৬ PM
ফেনীর সোনাগাজীতে সারা দেশের ন্যায় ২১৭ টি কেন্দ্রে ৪৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল।

শনিবার সকালে (০১ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস এর সভাপতিত্বে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক অফিসার ডাঃ ফারজিন ইফতেখার প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দিনব্যাপী একযোগে সকল কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৫ হাজার শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ৪০ হাজার শিশুকে লাল রংয়ের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস বলেন, উপজেলা ব্যাপী একযোগে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর উপকারীতা সম্পর্কে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত