সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পাল্টাপাল্টি অভিযোগে স্কুল বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:০২ PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক বহিষ্কারকৃত শিক্ষকের দন্ডের জেরে স্কুল বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক। 

শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।  বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। 

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গীতা রানী বলেন, প্রধান শিক্ষক দাবী করা আজিজুল ইসলাম বহিরাগতদের নিয়ে স্কুলের শিক্ষার পরিবেশ বিনষ্ট করার পায়তারা করতেছে।

বিষটি খুবই দুঃখজনক। সদ্য এমপিও হওয়া বিদ্যালয়টি ম্যানেজিং কমিটি ও শিক্ষক নিয়োগ বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। অত্র বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আজিজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচয়দানকারী আবুল হোসেন অবৈধ প্রধান শিক্ষক। তাকে অনেক আগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলের অফিস সহকারী আজিজুল ইসলামকে অনেকদিন আগে বহিষ্কার করেছে তৎকালীন ম্যানেজিং কমিটি। দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে তার কোন সম্পর্ক ছিলনা। স্কুলটি এমপিওভুক্ত হওয়ার খবরে আবারো প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত