বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
স্বরূপকাঠিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ২:২৬ PM
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রান বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। 

আজ রোববার সকালে সমুদয়কাঠি  ইউনিয়ন পরিষদে ওই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের মোট ১১ হাজার মানুষকে ওই সহায়তা প্রদান করা হয়।প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তৈল ও লবণ দেওয়া হয়।

এসময় মহিউদ্দিন মহারাজ বলেন, আমাদের অভিভাবক  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝরে  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সরকারি সহায়তা আসার পূর্বেই আমি ব্যক্তিগতভাবে সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ সরকারি বরাদ্দ আপনাদের মাঝে পৌঁছে যাবে হতাশ হওয়ার কোনো কারণ নাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মেয়র গোলাম কবির, সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান এম কে সবুর তালুকদার। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত