মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
নিক্সন চৌধুরীর ‘বাটাম’ খুলতে চাইলেন মুক্তিযোদ্ধারা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৭:৫৮ PM
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফকে অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে ডাকা এক সমাবেশ থেকে নিক্সন চৌধুরীকে ‘কাউন্সিলিং’ করারও পরামর্শ দেন বক্তারা। 

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ফরিদপুর। 

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত এস এম নুরুন্নবী ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তার সেই বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ফরিদপুর জেলা শাখা। 

নিক্সন চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে তিনি যেভাবে, যে ভাষায় আপনার মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে কথা বলেন, এ বিচারের ভার আপনার কাছে দিয়ে গেলাম। নিক্সন চৌধুরীর লাগামটা টাইনা ধরেন। না হলে কিন্তু আমরা খেইপা গেলে ফরিদপুরে নিক্সন চৌধুরীরে পাইলে একদিন কিন্তু বাটাম খুইলা ফেলব, তাতে আমায় ফাঁসি দিয়েন, পরোয়া করি না।’

সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, ‘নিক্সন চৌধুরী নৌকা নিয়া নির্বাচন করেন না। উনি সব সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলেন। অথচ উনি রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন না। উনি রাজাকারদের প্রতিভু হয়ে উঠেছেন।’

তিনি বলেন, ‘আপনি (নিক্সন) এই ভাষা কোথা থেকে রপ্ত করেছেন জানি না। সংসদে আপনার কথা আমরা শুনি না। গালাগালি ছাড়া যদি কথা বলতে না পারেন, মুখ বন্ধ করে রাখেন।’

বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, ‘আমরা মনে করি আপনার কাউন্সিলিং প্রয়োজন। এক ঘণ্টার কাউন্সিলিং করলে ঠিক হয়ে যাবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা আপনি ছাড়েন। আপনি কিন্তু কোথাও দাঁড়াতে পারবেন না। আমরা আজ প্রতিবাদ করে গেলাম। ভবিষ্যতে করলে আপনাকে জেলা থেকে প্রতিরোধ করা হবে। আপনার কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আপনার প্রতি মানুষের ঘৃণা দিনে দিনে বেড়েই চলেছে। আপনার ওই বক্তব্য প্রত্যাহার করেন এবং ফরিদপুরবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান।’

সমাবেশে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ফরিদপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শরিফ কাওসারসহ নেতারা।

এ ব্যাপারে বক্তব্য জানতে মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

নিক্সন চৌধুরীর এপিএস এস এম খায়রুল বাশার জানান, নিক্সন চৌধুরী চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। পরে তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত