মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
তারেকের বিরুদ্ধে স্লোগানের পর কোন পথে বিএনপির ভবিষ্যৎ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:২৪ PM
দেশের বিভিন্ন স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দলের ভেতরে-বাইরে চলছে তুমুল আলোচনা।

শীর্ষস্থানীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র চলছে, যার পেছনে দেশি-বিদেশি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে স্লোগানের পেছনে শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ ও হত্যা—এ ধরনের গুরুতর অভিযোগও একটি বড় ভূমিকা রাখছে।

তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান এসেছে ইসলামপন্থি দল, বিএনপির প্রাক্তন শরিক, শিক্ষার্থীদের একাংশ এবং কিছু অসন্তুষ্ট রাজনৈতিক অংশ থেকে। রাজনৈতিক মহল মনে করছে, দেশের বাইরে থেকেও কয়েকজন ব্যক্তি এই পরিস্থিতি কাজে লাগিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।

বিভিন্ন সূত্র বলছে, দলের অভ্যন্তরে কেউ কেউ নিজেদের স্বার্থে রাজনৈতিক পদ ব্যবহার করে সাধারণ মানুষের জমি-জমা দখল, ব্যবসায়িক চাঁদাবাজি ও স্থানীয় প্রতিপক্ষকে হত্যাসহ নানান অপরাধে জড়িত। এ অভিযোগের পেছনে অনেক সময় তারেক রহমানের সান্নিধ্য বা তার দলের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। ওই দলটির চরিত্র সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে। স্বাধীনতা যুদ্ধের সময় তারা আলবদর, আলশামস গঠন করেছিল। তারা জানে বিএনপি একটি বড় দল, নির্বাচন হলে সরকার গঠন করবে। এ কারণেই বদনাম করছে।’

এই পরিস্থিতি কীভাবে সামাল দেবেন— এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যেহেতু রাজনীতি করি, রাজনৈতিকভাবে সামাল দেব।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগের জবাবে বলেন, ‘এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। সংঘাত ইনভাইট করা হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোনো ফাঁদে পা দেবো না।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের নেতাকর্মী যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, তাদের কর্মকাণ্ডে আমরা বিব্রত। কিন্তু আমাদের ইমেজ সংকট হবে কেন? বিএনপি মহাসাগরের মতো একটা দল। এই দলের যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে, আইনগত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন সেভাবে দেখছে না। প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একটা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত