সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
রাস্তার উঁয়র বাজার, বেহাল দশা আঁরার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৮:৪৯ PM
রাস্তার উঁয়র বাজার বেহাল দশা আঁরার। প্রত্যহদিন যাইতে আইতে দেহা মিলে গাড়ির জ্যাম- বলছিলাম কুতুপালংয়ের স্থানীয়  খায়রুল আলম নামের এক বাসিন্দার কথা।

কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং স্টেশনগুলোতে দুপাশে গড়ে উঠেছে অবৈধ হাট বাজার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবৈধ হাট বাজার। এসব হাটবাজার সড়কের উপর প্রতিদিন বসিয়ে পথচারীদের দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে বলে জানান স্থানীয়রা।

রবিবার বিকেলে বাংলাদেশ বুলেটিনের উখিয়া প্রতিনিধির অনুসন্ধানে আরও জানা যায়, সড়কের উপর বসা ঝুপড়ি দোকান ও তরিতরকারি দোকানগুলো বাজারে ইজারাদারকে ম্যানেজ করে অবৈধভাবে সড়কের উপর ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে শুধু স্থানীয় লোকজন নয়, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে বলে জানা যায়।

একই চিত্র লক্ষ করা যায় প্রতিদিন। জনদূর্ভোগ লাঘবে নির্দিষ্ট স্থানে হাট বসার দাবি জানান সচেতন মহল।

সড়কের উপর বাজারের বিষয়ে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী  বলেন, নির্দেশ অমান্য করে কিছু ব্যবসায়ী সড়কের উপর বাজার বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করছে। এসব দোকান উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে আমারা অভিযান করবো। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত