নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের শেখ আনিসুর রহমানকে কুপিয়ে হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কলাবাড়িয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে ওসিয়ার শেখ এবং একই গ্রামের মিজানুর শিকদারের ছেলে মঞ্জু শিকদার।
সোমবার (৩ জুন) বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৩১ মে রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে শেখ আনিসুর রহমান (৩৭) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া টুকু মোল্যার ফোর ব্রাদার্স নামক ইটভাটার কাছে দুবৃর্ত্তরা কুপিয়ে ও দু'পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে রোববার (২ জুন) রাতে নড়াগাতি থানায় মামলা করেন। মামলা নম্বর-২,ধারা-৩০২/৩৪। রোববার রাতে নড়াগাতি থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওসিয়ার শেখ ও মঞ্জু শিকদার কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।