“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।