'স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় সোনাগাজীতে আরম্ভ হল ভূমি সেবা সপ্তাহ। ৮-১৪ জুন'২৪ পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইকবাল হাসান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার জামিল আহমেদ খান, সহকারী প্রোগ্রামার উপজেলা আইসিটি কার্যালয় মুহাম্মদ আব্দুল্লাহ, সার্ভেয়ার আবুল কালাম আজাদ খান, নাজির কাম ক্যাশিয়ার মোঃ মাহফুজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, এখন আর অফিসে এসে নয়, ভূমি সেবা গ্রহীতারা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইনে আবেদন, ভূমি সেবা অ্যাপ, উত্তরাধিকার ম্যাপ, জলমহালের আবেদন ও ভূমি-সংক্রান্ত অভিযোগ ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবে।