‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিসেবা সপ্তাহ পালিত হয়েছে।
শনিবার (০৮ জুন) সকালে ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।