কক্সবাজারের উখিয়া উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় ভুমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপক্ষকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় উখিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি রেলি বের করেন।
শনিবার ০৮ ই জুন সকাল ১০ টা ৩০ মিনিটের সময় সহকারী কমিশনার ( ভূমি ) সালেহ আহমেদ এর সভাপত্বিতে ও সার্টিফিকেট সহকারী ইয়াছির আরফাত সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন, উপজেলা কৃষি অফিসার নেজাম উদ্দীন, উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সৈয়দ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল করিম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতনদে সহ ভূমি বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা।
এসময় বক্তারা জনগণের উদ্দেশ্য বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সপ্তাহের স্টল থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে এখানে নামজারি অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। ভূমি সেবার কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।