বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
পটুয়াখালীর ৩ উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৩:৪৬ PM
ঘূর্ণিঝড় রিমালের কারনে ৩য় ধাপের স্থগিত উপকুলীয় ২২ উপজেলার মধ্যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকী উপজেলায় ভোটগ্রহন হবে আগামীকাল। 

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহনের লক্ষ্যে শনিবার দুপুর থেকে পটুয়াখালীর ৩ উপজেলার ১৬৭টি ভোট কেন্দ্রে ব্যালট ব্যতীত অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে প্রিজাইডিং অফিসারগন উপজেলা নির্বাচন অফিস থেকে স্ব স্ব কেন্দ্রের জন্য ভোট গ্রহনের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। আগামীকাল সকালে পাঠানো হবে ব্যালট পেপার।

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ৩ উপজেলায় ৩৬ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ৫ জন পুলিশ, ৩ অস্ত্রধারীসহ ১৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক কোষ্টগার্ড, র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে বলে জানান তিনি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালীর তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪লাখ ৮০হাজার ৮১৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪২হাজার ৮২৫জন এবং মহিলা ভোটার ২লাখ ৩৭হাজার ৯৬২ জন।

এছাড়া তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এরমধ্যে পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন। এখানে ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ৯ জন হিজড়া ভোটারসহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ১৪৬। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ টি এবং মহিলা ভোটার ১,৪৬,৪৯০।

মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা  করছেন। এখানে ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১,১৩৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮০০৮ এবং মহিলা ভোটার ৫৫৮৮৭ জন।

দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৭১,৭৫৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৬১৭০ এবং মহিলা ভোটার ৩৫৫৮৫জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত