যশোরের কেশবপুর সদরের আলতাপোল গ্রামের রেজাউল ইসলাম ও সুশান্ত সেনের ২টি পানের বরজে দৃর্ত্তরা আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। গত শনিবার (৭ জুন) রাতে উপজেলার আলতাপোল গ্রামে এই ঘটনাটি ঘটে।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এরই মধ্যে পানের বরজ দু‘টি পুড়ে ছাই হয়ে যায়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে পানের বরজ দু‘টিতে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পান চাষি সুশান্ত সেন বলেন, তিনি ৫০ শতক জমির উপর একটি পানের বরজ করে সেখানে পান চাষ করে আসছেন। শুক্রবার রাতে বরজে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি তারসহ ২টি পানের বরজ আগুনে দাউদাউ করে জ্বলছে। কে-বা কারা শক্রতা মূলক পরিকল্পিতভাবে তাদের পানের বরজে আগুন দিয়েছে। বরজটি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অপর পান বরজের মালিক রেজাউল ইসলাম জানান, শক্রতা মূলত তার পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার বরজের সব পান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় দোষীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট তিনি জোর দাবি জানান।
এ বিষয়ে জানতে কেশবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের লিডার মুজিবর রহমান বলেন, ঘণ্টা খানেক চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা সঠিক ভাবে জানা যায়নি। তবে, পানের বরজের উপর দিয়ে বৈদ্যুতিক সেচ মোটরের সংযোগ থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আলতাপোল গ্রামে দুইটি পানের বরজে আগুন লাগার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/সীমা