রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বন্যার কারণে পিছিয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫:২০ PM আপডেট: ২০.০৬.২০২৪ ৫:৪৯ PM
৩০ জুন থেকে সারাদেশে পরীক্ষা হলেও সিলেটে পিছিয়ে দেওয়া হয়েছে। বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পিছিয়ে ৯ জুলাই থেকে হবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্তের খবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন।

তপন কুমার আরও জানান, সিলেট বোর্ড ছাড়া আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


তিনি বলেছেন, বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লাস বা পরীক্ষা হওয়ার মতো কোন অবস্থা নেই।

সার্বিক দিক বিবেচনায় সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে জানানো হবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এ চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষাবোর্ড।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত