বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম (৭৫ বছর) জয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে শহরের ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের এলজিইডি এলাকা থেকে র্যালি শুরু হয়ে মজুপুরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
এছাড়া র্যালিতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। উপস্তিত ছিলেন- যুবলীগ নেতা গোফরান বাবু, দিপু মাহমুদ, হুমায়ুন কবির, রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা ইমন খান প্রমুখ।