কর্ম বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে আন্দোলন করছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের শোষণ, নির্যাতন, নিপীড়নসহ কর্মক্ষেত্রে নানা বৈষম্যের অভিযোগ তুলে সমিতির প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে তারা।
এর আগে বিভিন্ন দাবি তুলে সোমবার (১ জুলাই) সকাল থেকে আন্দোলন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য মূলক আচরণ করছেন। কর্মক্ষেত্রে নানা ভাবে তাদের নিপীড়ন ও নির্যাতন করা হচ্ছে। তারা আরইবি এবং সমিতিকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরীনীতি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবি জানান।
আন্দোলনে অংশগ্রহণকারী সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নানা স্লোগান দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ভবানীগঞ্জ) আরিফুল ইসলাম, রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) মো. মফিজুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) শরীফুল হাসান প্রমুখ।