মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ঝাড়ু দেয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ডাকেন মাদ্রাসা শিক্ষক, অতঃপর...
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৮:৫৩ PM
দাউদকান্দিতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী ও মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার সকালে র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‍্যাব-১১ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় থেকে মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে (৪২) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার মাওলানা নাছির পাটোয়ারী (৪২) দাউদকান্দির মৃত আব্দুস সামাদ পাটোয়ারীর ছেলে। 

র‍্যাব-১১ কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী ধর্ষণের ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছেন। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, গত ৪ জুলাই প্রবল বৃষ্টিপাতের কারণে খালিশা মোহাম্মাদিয়া মিসবাউল উলুম মাদ্রাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। সেই সাথে নাছিরের পরিবারের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মাদ্রাসার পিছনে অবস্থিত তার বাসা ঝাড়ু দেয়ার জন্য তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

এরপর শিক্ষক নাছির শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় ঘটনা চেপে যেতে বলে। শিশুটি মাদ্রাসা থেকে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের জিজ্ঞাসাবাদে সে পরিবারের কাছে ঘটনা বর্ণনা করে ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত