ঢাকা বিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা দলকে হারিয়ে মানিকগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা কাবাডি প্রতিযোগিতার নয়নাভিরাম ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাচিত মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সুদেব কুমার সাহাসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা-২০২৪ (ঢাকা জোন) এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।