মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
কমলনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:২৭ PM
লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো.কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাও. জায়েদ হোছাইন ফারুকী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী,  হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. দেলওয়ার হোসেন, মাতাব্বরনগর দারুচ্ছুনাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও, আলী হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান প্রমূখ। 

এর আগে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত