সোনাগাজী মডেল থানা সেরা নির্বাচিত হওয়ায় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় কে বিশেষ পুরস্কার ও সনদ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ।
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, ২০২৪ সালের জুন মাসের সার্বিক পারফর্মেন্স মূল্যায়নে সোনাগাজী মডেল থানাকে জেলায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় সোনাগাজী মডেল থানাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেন, ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং সকল ইউনিটের পুলিশ সদস্যদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।