শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আমির হোসেন (৪০) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
রোববার (১৪ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার আমির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।