রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে দুই থানায় ১৪০ জনের বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ১৮
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৭:৪৪ PM
কেরানীগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ডাকা কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে ১৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুই মামলায় গত দুই দিনে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

পুলিশ জানায়, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ার  ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আমবাগিচায় কোটা আন্দোলকে কেন্দ্র করে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ৮৮ জন ও কেরানীগঞ্জ মডেল থানায় ৫২ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা দায়ের করে পুলিশ।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর বলেন, কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করে নাশকতা চালানো হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গত দুই দিনে ৯ জনকে এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আরো ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত