চট্টগ্রাম নগরীতে কোটা আন্দোলনকারীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে আইন শৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
সোমবার (২৯ জুলাই) সকাল থেকে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে কোটা আন্দোলনকারীদের একাংশে অবস্থান কর্মসূচি ঘোষনা করলেও আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারির কারণে সেখানে অবস্থা নিতে না পেয়ে জামাল খান চেরাগী পাহাড়ের মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেয়। আজকের কর্মসূচিতে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে৷
কর্মসূচি শুরুতেই স্থানীয় ছাত্র ও যুবলীগের বাঁধার মুখে পড়েন আন্দোলনকারীরা৷ পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে কোটা আন্দোলনকারীদের দ্রুত কর্মসূচি শেষ করে সড়ক থেকে প্রতিবন্ধকতা তুলে নেয়ার অনুরোধ জানান৷
কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালালে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে৷ এসময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে৷ এসময় নারী পুলিশ সদস্যসহ একাধিক পুলিশ আহত হয়৷
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগত একটি পক্ষ এসে সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে গালাগাল দেয় এবং থু থু নিক্ষেপ করে। পুলিশের বেপরোয়া লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়৷ এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক আন্দোলনকারীকে আটক করেছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা৷
কোটা আন্দোলনকারীদের একপক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বলে জানান সিএমপি কমিশনার।