মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
মোংলা বন্দরে প্রথমবার রসুন আমদানি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১২:৩৮ PM
মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি করা হয়েছে দৈনন্দিন খাবারের গুরুত্বপূর্ণ উপাদান রসুন। সিংগাপুর পতাকাবাহী 'এমভি মার্কস ডাভাও' জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌছায়।

গতকাল সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজে আসা ২২৯ টিইইউজ কন্টেইনারে ৫৮ মেট্রিক টন এই রসুন খালাস করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স  চীন থেকে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এর মধ্যে দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হয়। পরে কাস্টমস কায়িক পরিক্ষা সম্পন্ন শেষে সোমবার খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়ক পথে পাঠানো হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা আরও  বলেন, মোংলা বন্দর দিয়ে গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭ টি বিদেশী বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোষাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয়। যার পরিমান পাঁচ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কন্টেইনার এবং ১৩৪৯ টি গাড়ি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত