‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই-৫ আগস্ট) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই-২০২৪) সকালে সৈয়দপুর উপজেলা হলরুমে, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ এর সঞ্চালয়ে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে র্যালি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪- আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসীন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাচ্ছু হাসান চৌধুরী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্হানীয় সাংবাদিকরা প্রমূখ।