মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
কড়া নিরাপত্তার মধ্যেই বগুড়ায় শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:৪২ PM
কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের’ প্রতিবাদে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩১ জুলাই) বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা। 

কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল  মিছিল নিয়ে কালি মন্দিরের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীরা কোর্টের সামনে এগিয়ে আসাট চেষ্টা করলে আরেক দফা পুলিশ তাদের বাধা প্রদান করে। পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছুটা ধাক্কাধাক্কি হলেও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। 

শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে ঘুরে মিছিল নিয়ে কালি মন্দির হয়ে জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে।

তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বুকে দাবি লিখে নিয়েও রাস্তায় নামেন অনেক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশের পর বেলা ১টার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করে চলে যান। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার র্যাব সদস্যদের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে দেখা যায়।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত