বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
২৪ ঘন্টার মধ্যে কুবির হলসমূহ খোলার দাবি সাধারণ শিক্ষার্থীদের
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪:৫৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার(৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, "কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল হল সমূহ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ক্যাম্পাসের আশেপাশের এলাকাসহ বিভিন্ন আত্নীয় স্বজনের বাসা-বাড়িতে অবস্থান করছে যা বর্তমানে পুলিশের নির্বিচারে ধরপাকড় ও নানারকম অনিরাপত্তার কারণে থাকা অসম্ভব হয়ে পড়েছে। 

যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে সহায়তার কথা সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তাই আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি আগামী ২৪ ঘন্টার (০৪ আগস্ট,২০২৪- রবিবার দুপুর ১২ টায়) মধ্যে যেকোনো ভাবে সকল হলসমূহ খুলে দেবার দাবি জানাচ্ছি অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা রবিবার (০৪ আগস্ট ২০২৪, দুপুর ১২ টার পর) নিজ নিজ হলসমূহে নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেরাই উঠে যাবার ব্যবস্থা করবে। সেক্ষেত্রে, যেকোন অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।"

এই বিষয়ে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী তারিন সুমাইয়া বলেন, " ১৮ তারিখ রাতে হুট করে বিশ্ববিদ্যালয়ের প্রসাশন আমাদের হল থেকে বের করে দেয়। 

এই বারো-চৌদ্দ দিন হলছাড়া শিক্ষার্থীরা একেক দিন একেক জনের বাড়িতে-মেসে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে৷ মেস-বাড়িগুলোতে পুলিশ-ছাত্রলীগের হয়রানির ভয়ে অবস্থান করাটাও একদম অসম্ভব হয়ে পড়েছে৷ আমরা শিক্ষার্থীরা এই কয়দিন স্রেফ আবাসস্থলের জন্য কী কষ্ট করেছি তা কেবল আমরাই জানি৷ অথচ এটা আমাদের মৌলিক অধিকার৷ নিরাপত্তাও আমাদের অধিকার৷ প্রশাসন নোটিশ দিয়ে শিক্ষার্থীদের বলেছে হয়রানি হলে উনাদেরকে জানাতে৷ অথচ আমাদেরকে এভাবে হল ছাড়া করে নিরাপত্তার অভাবে ফেলে হয়রানির সুযোগ তো প্রশাসনই প্রথম তৈরি করে দিয়েছে।

আমাদের হলগুলো খুলে দিলে তবেই বুঝা যাবে তারা আসলেই শিক্ষার্থীদের নিরাপত্তা চায় কিনা। যদি হল খুলে না দেয় আমরা সবাই মিলে নিজেদের নিরাপত্তার স্বার্থের জন্য যা প্রয়োজনীয় তা করবো৷ আমরা আমাদের হলেই ফিরব৷"

এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৫ তম আবর্তনের আবাসিক শিক্ষার্থী সেজান খান বলেন, " কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পর থেকে বর্তমানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গাই অবস্থান করছে। 

কিন্তু বর্তমানে সারা দেশে পুলিশের নির্বিচারে ধরপাকড় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রসাশন আজ আমাদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন, তাই আমাদের নিরাপত্তা কথা চিন্তা করে তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।"

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, হলের বিষয়ে প্রক্টর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই বিষয় হল প্রভোস্ট সিদ্ধান্ত নিতে পারেন। এই বিষয়ে হল প্রভোস্টের সাথে কথা বলতে হবে। হল খোলার বিষয়টি আমি মাননীয় উপাচার্যকে অবহিত করবো। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। '
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত