মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
যশোরের রাজপথে বাবা-মায়েরা
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১:৫৮ PM আপডেট: ০৪.০৮.২০২৪ ২:০৯ PM
সাথে আছি বাবা মা, খুনি তুই সরে যা, বুকের ভেতর দারুণ ঝড়, সন্তান হত্যা বন্ধ কর এমন বিভিন্ন স্লোগান নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে সড়কের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-বাবারা। 

সন্তানদের হুমকি, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং বর্তমান সরকার পদত্যাগে দাবি জানিয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসুচি পালন করে শতাধিক পিতা-মাতারা।

মানবন্ধনে পিতা-মাতারা বলেন, আমাদের সন্তানেরা ন্যায্য দাবি নিয় রাজপথে আন্দোলনে নেমেছিল। তাদের দমাতে এবং কোটা পদ্ধতি বহাল রাখার জন্য আমাদের সন্তানদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদের ওপর লাঠিচার্জ করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে। 

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার জন্য সরকার তার পেটুয়া বাহিনী এবং দলীয় নেতা-কর্মীদের লেলিয়ে দিয়েছে। বর্তমান সরকার এর আগেও কোন সুষ্ঠু বিচার করতে পারেনি। এতগুলো প্রাণের বিনিময়ে তারা অবশেষে কোটা সংস্কার করল।

মানববন্ধনে পিতা-মাতারা আরও বলেন, সরকার শুধু নির্বিচারে হত্যা করে থামেনি। আমাদের সন্তানদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমরা অবিলম্বে আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই, সন্তান হত্যার জবাব চাই এবং তাদের এক দফা মেনে নিতে হবে এবং বর্তমান সরকারের পদত্যাগ করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত