সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পুলিশের গুলিতে আহত শ্রমিক কালকিনির হাসিবুলের মৃত্যু
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩:৫১ PM
রাজধানী ঢাকার সাভারে বিল্ডিংয়ের রংমিস্ত্রির কাজের সন্ধ্যানে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে হাসিবুল ইসলাম(১৬) নামে এক অসহায় শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

নিহত হাসিবুল ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের (দাশের ব্রীজের) দেলোয়ার ঢালীর ছেলে। বুধবার ৭ আগস্ট রাত ৭.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, শ্রমিক হাসিবুল ইসলাম পরিবারের হাল ধরার জন্য কাজের সন্ধানে গত ৪ আগষ্ট ঢাকার সাভারে যান। 

গত ৫ আগষ্ট সকালে হাসিবুল কাজ ফেলে রেখে কোঠা আন্দলোনকারীদের সঙ্গে মিছিলে অংশ গ্রহন করে। এসময় পেছন থেকে পুলিশের একটি ছোড়া গুলি তার মাথার উপর এসে লাগে। এতে করে তার মাথার কিছু অংশ ক্ষতবিক্ষ হয়ে যায়। 

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে তাকে রাখা হয়। পরে বুধবার রাতে চিকিৎসাকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহতের মামা মাসুম জানান, গত তিনদিন আগে হাসিবুল কাজের সন্ধানে গিয়ে কোটা আন্দোলনে যোগদান করে। এসময় পুলিশের গুলি এসে তার মাথায় লেগে গুরতরভাবে আহত হয়। ছোট বেলায় মা হারা এতিম হাসিবুল ইসলাম। তাকে হারিয়ে পরিবারটা একবারে পথে বসে গেল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত