শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-প্রশাসনের সাথে মতবিনিময়
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:২২ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় জনগনের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। 

বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা অব্যহৃত রেখেছে। স্কুল-কলেজ, অফিস-আদালত যথারীতি খোলা থাকলেও জন সাধারণের উপস্থিত ছিল কম। এছাড়াও  বরিশাল-ঢাকা মহাসড়কে দূর পাল্লা ও অভ্যন্তরিন যানবাহন চলাচল স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে । যানজট নিরসনে ছাত্র ও  আনসার সদস্যরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

দুপুর ১২টার দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন পাবলিক বিশ্বাবদ্যালয় ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়ার সাথে মতবিনিময় করেছেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোর্শেদ হাসান, তরিকুল হাওলাদার, হাসান হাওলাদার, আতিকুর রহমান সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অপর দিকে বর্তমান প্রক্ষাপট নিয়ে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান, প্রধান শিক্ষক মানিক হাসান, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, কাজী আসাদুজ্জামান, আব্দুল মালেক, শাহীন আহম্মেদ সহ অন্যান্য শিক্ষকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত