সোমবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় স্টেশন একতা ইজিবাইক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ফুল ও ঔষধিসহ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, শিক্ষার্থীরা দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমরা সেই শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে গাছের চারা বিতরণ করছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে একজোট হয়ে নতুন করে দেশ সংস্কার করতে চাই। এ বিষয়ে আমরা শ্রমিকরা সব সময় তাদের পাশে রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন - একতা ইজিবাইক সংগঠনের সদস্য মো. বাবু, মো. সুজন সরকার, মতিউর রহমান, মো. আসকান হোসেন, জালাল উদ্দিন, পলাশ হোসেন, শাকিল হাবিবসহ অন্য সদস্যরা।