শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ডোমারে মাঠে নেমেছে পুলিশ, সাথে থাকছে সেনাবাহিনী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:১৬ PM
দাবী আদায়ের লক্ষ্যে কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছে পুলিশ। থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে কর্মকর্তারা। সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার থানায় আনুষ্ঠানিকভাবে সকল প্রকার আইনি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে পুলিশকে সহযোগীতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

সোমবার (১২আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাদের সাথে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায়। এবং সড়কে যানজট নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ।

পুলিশ কাজে যোগদানে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন। তিনি বলেন কয়েকদিন পুলিশ মাঠে না থাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাতজেগে বাসাবাড়ী, মন্দির, উপসানালয়, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে। যাতে কেউ অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে। ইসলামী ছাত্র শিবিরের ডোমার থানার সভাপতি রাকিবুল ইসলাম জানান,পুলিশ কাজে ফেরায় আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।

সেনাবাহিনীর কর্পোরেট শাখার সোহেল রানা জানান, জনমনে আতঙ্ক দূর করতে পুলিশের সাথে কাজ করবে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের সাথে থাকবে সেনাবাহিনী।

সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন অন্যান্য দিনের মতো পুলিশের কার্যক্রম চালু আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত