টানা ছয় দিন পর চট্টগ্রাম নগরীর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর রবিবার দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। সেখানে প্রথম ধাপে পাঁচটি পয়েন্টে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
নগরীর জিইসি মোড়, আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা এবং লালখানবাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনে তারা নিউমার্কেট এলাকায়ও সমন্বয় করে কাজ করবেন।
সকাল থেকে এসকল পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে পোষাক পরিহিত ট্রাফিক পুলিশের সদস্যদের দ্বায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এসকল পয়েন্টে এতোদিন ট্রাফিকের দ্বায়িত্ব পালন করা শিক্ষার্থীরা সরে গেলেও এসব স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছেন।