সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সালাম পিন্টুর মুক্তির দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫:২৬ PM
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড. আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লিংকন রায়হান, সাধারন সম্পাদক মাকসুদ জামিল মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো হাসিনা সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। আব্দুস সালাম পিন্টু একজন সাদা মনের মানুষ। অবিলম্বে এ নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত