সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬:১৩ PM
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলে। এসময় অন্তত ২৬ জন আহত হয়। 

এর মধ্যে বিএনপির সমর্থক কবির ভূঁইয়া নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কবির ভুঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বাসার ভূঁইয়ার ছেলে।

জানা যায়, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভার আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকেই ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত