সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টঙ্গীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫:৫৫ PM
গাজীপুরের টঙ্গীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভিতরে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন। 

এসময় বিদ্যালয় থেকে অপসারিত ৫ সিনিয়র শিক্ষককে পুনর্বহাল করার দাবি জানান তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী, বিগত দশ বছর যাবৎ আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে প্রতিষ্ঠানের সুনাম খুন্ন করে স্কুলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তার আমলে পাঁচজন সিনিয়র শিক্ষককে অবৈধভাবে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে দূরে রেখেছেন এমনকি তাদের পাওনা বেতনাদি আটকে আত্মসাৎ করেছেন। এছাড়াও বিভিন্ন খাত থেকে আসা অনুদানের টাকা আত্মসাৎ করেছেন। 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু বক্কর জানান, বিনা কারণে প্রতিহিংসা বসত তিনি সহ পাঁচ শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়। এমপিও ভুক্ত শিক্ষকদের বের করে দিয়ে তিনি অন্যায় ভাবে খন্ডকালীন শিক্ষকদের দিয়ে পাট কার্যক্রম চালিয়েছেন। এতে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিচে নেমে গেছে। মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তা অগ্রাহ্য করে নিজের মতো করে প্রতিষ্ঠান চালিয়েছেন। আদালতের রায় কে উপেক্ষা করে তিনি শিক্ষকদের কর্মস্থলে ফিরতে দেননি। 

এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, পদত্যাগের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিলে আমি পদত্যাগ করব। শিক্ষকদের সাথে একাধিকবার বসে সমাধান করার চেষ্টা করেছিলাম উনারা সহযোগিতা করেননি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত