শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৩৮ PM
পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারীর স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিরবিরুদ্ধে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ বেলা ১২টার দিকে উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে সকাল ১০টার সময় দেখা যায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, ক্লাসের বাহিরে অবস্থান করছে। পরে শিক্ষার্থীরা বিদল্যায় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। 

এসময় শিক্ষার্থীদেরকে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি পাইকপাড়া সেন্টার ও ঈশ্বরদী টু বানেশ্বর আ লিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বওে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির কথা বলে তার পদ থেকে পদত্যাগের দাবি জানান। 

শিক্ষার্থীরা রো বলেন, শিক্ষার্থীদের সাথে খারাপ আচারণ, মেধাবী শিক্ষার্থীদের ও উপবৃত্তি প্রদানে বৈষম্যহীনতা, সহকারী শিক্ষকদের সাথে অসাধু আচরণ, ছাড়াও ভবন সংস্কারে ঠিকাদারের সঙ্গে আঁতাত করে প্রাক্কালনএর দিক নির্দেশনা নামে বুঝেনিয়ে নিজ ফায়দা লুটেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

বিদ্যালয়ে ল্যাব থাকা সত্বেও শিক্ষার্থীদের ক্লাস না নেওয়া, পরীক্ষার ফি বেশি নেওয়া, এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক জলি আক্তারের রুম তালাবদ্ধ দেখা যায়। এবিষয়ে সহকারী শিক্ষক আব্দুল ওহাব বলেন আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি, কিন্তু তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে, তবে তাদের দাবি গুলো এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মওলানা ওয়াজেদ আলী বলেন প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য আমি সিনিয়র পে স্কেল থেকে বি ত হয়েছি। 

সহকারি শিক্ষক মাসুমা খাতুন বলেন ২০২৩ সালে আমার চাকুরীর দশ বছর পূর্ণ হলেও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য পে স্কেল থেকে বি ত রয়েছি। এ ব্যাপারে  পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারী জানান আমি বিদ্যালয়ে উপস্থিত থাকার সময় এমন ঘটনা ঘটেনি। 

বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসে আছি, তবে বিষয়টি মুঠো ফোনে জানতে পেরেছি। তিনি আরো বলেন বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানে কিছু কর্মচারি ও শিক্ষক রাজনৈতিক প্রভাব ও পেশি শক্তি খাটিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। 

বর্তমানেও ওই একই মহল অবুঝ শিক্ষার্থীদের বিভিন্ন প্ররোচনা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আন্দোলনে দাঁড় করিয়েছে। তিনি জানান সাক্ষাতে এসে এক কাপ চা খাওয়ার নিমন্ত্রণ রইল। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত