রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
স্বরূপকাঠিতে শিক্ষকের অপমান সইতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৪:৪৫ PM আপডেট: ২৭.০৮.২০২৪ ৪:৪৭ PM
স্বরূপকাঠি উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপমানের ঘটনায় ১০শ্রেণির  শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্ভাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ মঙ্গলবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি প্রধান শিক্ষক গ্রীন তালুকদার এর পূর্বেও শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যাবহার করেছে এবং ভরা মজলিসে অভিভাবকদের সামনে বসে ঐ শিক্ষার্থীকে অপমান করায় শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। তাই প্রধান শিক্ষককের অপসারণের দাবি তুলে বিক্ষোভ করে।

ঐ শিক্ষার্থীর বোন বলেন, আমার বোনের অপরাধ ছিলো সহপাঠীর সঙ্গে একটু কথা বলেছে। এই কারনে ভরা মজলিসে প্রধান শিক্ষক গ্রীন তালুকদার লক্ষ্য করে তার ভাতিজি সহ উপস্থিত সবার সামনে পিতা মাতাকে জড়িয়ে যা ইচ্ছে তা বলেন। এতে তার ভাতিজি অতি কস্টে শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাতে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠিরা দেখে ডাক চিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, ওইদিন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে একটি সভা চলছিল। এসময় ওই ছাত্রী দুষ্টমি করছিল। তাই তাকে সামন্য একটু বকা দিয়েছিলাম মাত্র। এতে সে শ্রেণিকক্ষে বসে আত্মহত্যার চেষ্টা করেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম জানান, আমি ছুটিতে ছিলাম। আজকে শিক্ষকদের সাথে মিটিং ছিলো। শিক্ষার্থীর অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মনিরুজ্জামান বলেন,ঐ শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করার কারন জানতে চেয়ে নোটিশ করা হয়েছে।সে নোটিশের লিখিত জবাব দিয়েছে।আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। 

উল্লেখ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অভিভাবক সভায় বসে কটাক্ষ ভাষায় ওই ছাত্রী সহ তার পিতা মাতাকে যা ইচ্ছে তা বলায় আত্মহত্যার চেষ্টা করেছিলো।

অপরদিকে কিছু শিক্ষার্থীর প্রধান শিক্ষকের অপসারণ না চেয়ে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি ঐ শিক্ষার্থী মিথ্যে আত্মহত্যার চেষ্টা করে শিক্ষাককে ফাঁসানোর চেষ্টা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত