মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বন্যার্তদের জন্য কনসার্ট থেকে সাড়ে ৭ লাখ টাকা সংগ্রহ করলো জবি ব্যান্ড
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৪৩ PM
বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চ্যারিটি কনসার্ট থেকে সাড়ে ৭ লাখ টাকা সংগ্রহ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি। 

তিনি জানান, কনসার্ট থেকে মোট সাড়ে ৭ লাখ টাকার অল্প কিছু বেশি ফান্ড সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে আমাদের হাতে এখন ৬ লাখ ৯২ হাজার টাকার উপরে অবশিষ্ট আছে। আনুমানিক ৬০ হাজার টাকা সাউন্ড সিস্টেম ও অতিথি আপ্যায়নে খরচ হয়েছে। 

তিনি আরও জানান, এই সমগ্র টাকার একটি অংশ যাবে বাংলাদেশী মিউজিশিয়ানদের সংগঠন ‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্মে,  আরেকটি অংশ যাবে এনিমাল ওয়েলফেয়ার সংগঠনে। আমরা একটি টাকাও নিজেদের জন্য রাখব না। 

বন্যার্তদের পাশে দাঁড়াতে গতকাল বুধবার (২৮ আগষ্ট) ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' শিরোনামে হোক স্লোগান জীবনের জন্য গান স্লোগানে কনসার্ট আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। 

কনসার্টে বিনা পারশ্রমিকে গান গায় শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চাঁন্দের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, শেফার্ডস ব্যান্ডদলসমূহ। 

উপস্থাপনায় ছিলেন টকশো করে বর্তমান সময়ের ভাইরাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী। কনসার্টে প্রতি টিকিটের মূল্য ছিল ২৫০ টাকা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত