বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এর পক্ষ থেকে চাটখিল উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে।
বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন -এর নির্দেশে ৩নং পরকোট ইউনিয়ন বিএনপি ও যুবদলের পক্ষে ত্রাণ বিতরণের ২য় এবং ৩য় দিনের কার্যক্রম পরিচালনা করে পরকোট ইউনিয়ন ছাত্রদল।
বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে
গতকাল ছিল ৮নং ওয়ার্ড, পূর্ব শোশালিয়া ও আজ ৫নং ওয়ার্ড, পূর্ব পরকোটে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পরকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর শাহান রবিনের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণের সাথে কথা বলেন এবং অসহায় পানিবন্দি ক্ষতিগ্রস্থদের মাঝে
ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে
ছাত্রদলের সভাপতি তানভীর শাহান রবিন পরকোট দশঘরিয়া বাজারে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় লোকজনদের নিয়ে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের প্রত্যেক এলাকায় বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীগ এবং দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি কর্মীরা নিজ নিজ এলাকায় আর্থিক সহায়তার মাধ্যমে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিএনপির পক্ষ থেকে প্রতিটি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে
এ সময় ত্রাণ কার্যক্রমে সহায়তা করেন ইয়াসিন আরাফাত মিলনসহ অন্যান্যরা।